চাকরি সম্পর্কে বিস্তারিত তথ্য!
পদের নাম: মার্কেটিং ম্যানেজার
(সহকারী সুপারভাইজার)
কাজের ধরন: পর্যবেক্ষণ, লিস্টিং ও কাজের গুণগত মান নির্ধারণ।
বিস্তারিত:
১. কর্মীদের পর্যবেক্ষণ করা, কর্মীদের ডিউটিতে আসা- যাওয়ার সময় নির্ধারণ ও লিস্ট করা।
২. কর্মীদেরকে হিসাব নিকাশের মাধ্যমে বেতন প্রদান করা।
৩. কর্মীরা ওভারটাইম করলো কিনা তার হিসাব করা। অর্থাৎ কে কত ঘন্টা ওভারটাইম করল তার লিস্ট করা। অফিস থেকে হাজিরা খাতা দেওয়া হবে তার মধ্যে লিপিবদ্ধ করে পাঁচটার সময় যখন ডিউটি শেষ হয়ে যাবে, তখন হাজিরা খাতা ম্যানেজারের কাছে জমা দিতে হবে।
বেতন: ১৪৫০০-১৭৫০০ টাকা।
ডিউটি: ৮ ঘন্টা (সকাল ৯ থেকে বিকাল ৫ পর্যন্ত)
দুপুরে লাঞ্চের জন্য বিরতি রয়েছে
সুযোগ-সুবিধা:
থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রী অর্থাৎ কোম্পানি বহন করবে।
তবে প্রথম মাসে খাওয়া নিজের। অর্থাৎ কোম্পানির ক্যান্টিন থেকে নিজের টাকায় খেতে হবে। ক্যান্টিন থেকে এক মাস খেতে ৩৫০০ টাকা খরচ হবে। ক্যান্টিন এর টাকা অগ্রিম প্রদান করতে হবে।